ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হলেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ৪ ডিসেম্বর ২০২৪  
বাবা হলেন মোস্তাফিজ

জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের ঘর আলো করে এলো পুত্র সন্তান। বুধবার (০৪ ডিসেম্বর, ২০২৪) নিজের ফেসবুক পেইজে বাবা হবার খবর দিয়েছেন মোস্তাফিজ। লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।’’

সন্তানম্ভবা স্ত্রীর পাশে থাকতে মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। আজ বিকেলেই মিলল সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন তারকা ক্রিকেটার। 

আরো পড়ুন:

২০১৯ সালের ২৩ মার্চ সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ। শিমু সম্পর্কে তার মামাতো বোন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে অনেকটাই নিজেকে আড়াল করে নিয়েছিলেন মোস্তাফিজ। সময় দিচ্ছিলেন পরিবারকে।

২৯ বছর বয়সী এই পেসার আফগানিস্তান সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন। এবারের আইপিএলের নিলামে নাম তুলেছিলেন তিনি। কিন্তু বাঁহাতি পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএলে অবশ্য বাংলাদেশের কোনো ক্রিকেটারই দল পাননি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়