ঢাকা     বুধবার   ২২ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৮ ১৪৩১

বাংলাদেশ-ভারত ক্রিকেট বন্ধ চান অশোক দিন্দা!

কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১১ ডিসেম্বর ২০২৪  
বাংলাদেশ-ভারত ক্রিকেট বন্ধ চান অশোক দিন্দা!

বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্কের ‘ইতি চান’ ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও পশ্চিমবঙ্গ বিজেপির বিধায়ক অশোক দিন্দা।  

বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অশোক দিন্দা বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্নের প্রস্তাব তুলে ধরে বক্তব্য দেন। 

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে তার মতামত জানিয়েছেন তিনি।

অশোক দিন্দা ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। তিনি ছিলেন মূলত ডানহাতি ফার্স্ট বোলার। তারপর নামেন বিজেপির রাজনীতিতে। 

ক্রিকেটীয় সম্পর্ক বিচ্ছিন্নের সঙ্গে আরো একটি শর্ত দিয়েছেন অশোক দিন্দা। তিনি বলেছেন, ‘‘আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো খেলা হলে বাংলাদেশ যেন লিখিতভাবে ভারতের কাছে ক্ষমা চায়।’’ 

কেন ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আনছেন ভারতের জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সিএবি সদস্য অশোক দিন্দার ভাষ্য, ‘‘ভারতের জাতীয় পতাকা যেভাবে বাংলাদেশে অবমাননা হচ্ছে, তাতে আগামী দিনে ভারত-বাংলাদেশের ম্যাচ হলেই যেন বিসিসিআই তার আগে বাংলাদেশের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নেয়।’’ 

তার দাবি, বিসিসিআই অবিলম্বে লিখিত জবাব চেয়ে ই-মেইল করুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। 

তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বিসিসিআই এমন পদক্ষেপ নিলে চূড়ান্ত অবনতি হতে পারে ভারত ও বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের। অবমাননাকর প্রস্তাব মনে হলে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচে ভারত নয়, ইতি টানতে পারে বাংলাদেশই।

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয়দের একাংশের মানুষ বেফাঁস কথা বলেছেন, যা নিয়ে তিক্ততা বাড়ছে। উভয় দেশে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ, বিক্ষোভ-সমাবেশ ও লংমার্চ অব্যাহত রয়েছে। এসব কর্মসূচি ঘিরে অপ্রত্যাশিত ঘটনারও জন্ম হচ্ছে। উভয় দেশের মানুষ তাদের ‘অসম্মান’ করার অভিযোগ তুলছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে দুই দেশ কূটনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনা চালাচ্ছে। কূটনৈতিক বার্তাও পরিষ্কার, দুই দেশই সুসম্পর্কের এগিয়ে নেওয়ার কথা বলছে। আর এরই মধ্যে ক্রিকেট প্রসঙ্গ চলে এল। 

এর আগে, কলকাতা বইমেলায় আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে।

ঢাকা/সুচরিতা/রাসেল/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়