ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫০তম বছর পূর্তির অ্যাশেজ হবে পিংক বলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১১ মার্চ ২০২৫  
১৫০তম বছর পূর্তির অ্যাশেজ হবে পিংক বলে

টেস্ট ক্রিকেটে পিংক বলে সবচেয়ে বেশি খেলে অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির টেস্টে সফলতাও বেশি অজিদের। অস্ট্রেলিয়া এবার ক্রিকেট ভক্তদের জন্য নিয়ে আসছে একটা চমক। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই দুই দল যে একটা টেস্ট খেলবে বলে ঠিক করে রেখেছিল, সেটা হতে যাচ্ছে পিংক বলে।

১৮৭৭ সালের ১৫ মার্চ যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ক্রিকেটের জনক ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট সিরিজের ১৫০তম বছরের পূর্তি উপলক্ষে দুই দেশের ক্রিকেট বোর্ডই ২০২৭ সালের মার্চে একটা টেস্ট খেলতে রাজি হয়।

আরো পড়ুন:

আর বড় খবর হচ্ছে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ন স্টেডিয়ামের একটি মেলবর্নে। মার্চ ১১-১৫ তারিখে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বেশি দর্শক টানার জন্য টেস্টটি হবে দিবা-রাত্রির।

ঐতিহাসিক ১৮৭৭ সালের প্রথম টেস্ট ও ১৯৭৭ সালের শততম বছর উপলক্ষে আয়োজিত সেন্টেনারি টেস্ট হয়েছিল লাল বলে। মজার বিষয় হচ্ছে ওই দুটি ম্যাচের ফলাফল একই ছিল। অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়ী হয়েছিল। পিংক বলে ভিন্ন ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫০তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টেস্টটি। তবে প্রথম আর সেন্টেনারি ম্যাচে হারার পর ওই আসন্ন ম্যাচটিতে ইংল্যান্ড জিতবে কিনা সেই উত্তর সময়ের হাতে তোলা থাক। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়