ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ শুরু পিএসএল ২০২৫, বিজয়ী দল পাবে কত টাকা?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১১ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:২৭, ১১ এপ্রিল ২০২৫
আজ শুরু পিএসএল ২০২৫, বিজয়ী দল পাবে কত টাকা?

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আজ শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এবং এই জনপ্রিয় টুর্নামেন্টের পুরস্কারমূল্যও ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। পিএসএলের এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা। আর রানার-আপ দল পাবে ২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার মতো।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের আগে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান হবে।

আরো পড়ুন:

এ বছরের পিএসএল চলবে ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩টি ডাবল হেডার হবে ১২ এপ্রিল, ১ মে ও ১০ মে। বাকি ম্যাচগুলো একক ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে। বিকেলের তিনটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়।

নতুনভাবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৩টি গুরুত্বপূর্ণ ম্যাচ, যার মধ্যে থাকবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ (১৮ মে)। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হবে ১১টি ম্যাচ এবং মুলতান ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৫টি করে ম্যাচ।

এবার পেশোয়ার জালমির নেতৃত্ব দেবেন পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান বাবর আজম, যার ঝুলিতে রয়েছে ৩ হাজার ৫০৪ রান, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন করাচি কিংসকে। তিনি চতুর্থ বিদেশি অধিনায়ক যিনি এই দলের নেতৃত্বে এলেন। তার আগে ছিলেন রবি বোপারা, কুমার সাঙ্গাকারা ও ইয়ন মরগান।

মুলতান সুলতানসের অধিনায়ক হিসেবে আগের চার আসরের মতো এবারও থাকছেন মোহাম্মদ রিজওয়ান। যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ৪৮ বার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কত্বে পরিবর্তন এসেছে, এবার নেতৃত্ব দেবেন সৌদ শাকিল। যিনি রাইলি রুশোর জায়গায় দায়িত্ব নিয়েছেন।

ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শাদাব খান। লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে থাকছেন শাহীন শাহ আফ্রিদি, যিনি একমাত্র অধিনায়ক হিসেবে টানা দুটি পিএসএল শিরোপা জয় করেছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়