ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩০ শতাংশ কম বেতনে স্বপ্নের ক্লাব বার্সায় রাশফোর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২১ জুলাই ২০২৫   আপডেট: ১৩:০২, ২১ জুলাই ২০২৫
৩০ শতাংশ কম বেতনে স্বপ্নের ক্লাব বার্সায় রাশফোর্ড

দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে একটি মৌসুমের জন্য ধারে খেলবেন তিনি। তবে চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে নেওয়ার সুযোগও। কাতালান ক্লাবটি চাইলে আগামী গ্রীষ্মে মাত্র ৩৫ মিলিয়ন ইউরো দিয়ে তাকে পাকাপোক্তভাবে নিজেদের করে নিতে পারবে।

এই রোমাঞ্চকর চুক্তি শুধু ট্রান্সফারের অঙ্কেই সীমাবদ্ধ নয়, রাশফোর্ডের সিদ্ধান্তে ফুটে উঠেছে পেশাদারিত্ব আর স্বপ্নপূরণের দৃঢ়তা। ইউনাইটেডে যেখানে বাৎসরিক ১৮ মিলিয়ন ইউরো বেতন পেতেন, বার্সার জন্য সেখানে প্রায় ৩০ শতাংশ ছাড় দিয়েছেন তিনি। নতুন চুক্তিতে তার আয় দাঁড়াবে প্রায় ১০ মিলিয়ন ইউরো। নিজেই নিজের পথ মসৃণ করেছেন, যাতে কাতালান ক্লাবটির সঙ্গে নতুন অধ্যায় শুরু করা যায়।

আরো পড়ুন:

স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানায়, ২৭ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড আজ সোমবার বার্সেলোনায় এসে মেডিক্যাল পরীক্ষা দেবেন। এরপর মঙ্গলবার হবে আনুষ্ঠানিক পরিচিতি পর্ব। বার্সেলোনার পক্ষ থেকে তাকে নতুন খেলোয়াড় হিসেবে উপস্থাপন করা হবে গণমাধ্যমে।

প্রাথমিকভাবে ধারে এলেও বেতনের পুরো দায়িত্বই নিচ্ছে বার্সেলোনা। ম্যানইউ রাখছে না কোনো আর্থিক সংশ্লিষ্টতা। এটি রাশফোর্ডের স্পষ্ট ইচ্ছারই প্রতিফলন। বিশেষ সূত্র জানায়, রাশফোর্ড নিজেই বার্সায় যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও শুরুতে বার্সেলোনা চাইছিল লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজকে। কিন্তু ট্রান্সফার ফিতে উচ্চ অঙ্কের দাবি থাকায় দ্রুত বিকল্প খুঁজে নেয় তারা। সেই বিকল্পই হয়ে ওঠেন রাশফোর্ড।

লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠতে আর বেশি দেরি নেই। তাই তার আগেই রাশফোর্ডকে দলে নিবন্ধন করতে তৎপর বার্সা। সব কিছু ঠিকঠাক থাকলে, কাতালান সমর্থকরা খুব শিগগিরই ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে রাশফোর্ডকে দেখতে পাবেন তাদের প্রিয় দলের জার্সিতে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়