ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ক্রিকেটের জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২৪ জুলাই ২০২৫  
‘ক্রিকেটের জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত’

হবে কিংবা হবে না; এমন দোলাচলের মধ্যে ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসির) মিটিং। অবশেষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। 

এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির সভাপতিত্বে ২৮টি সদস্য দেশের মধ্যে ২৫টি সদস্য দেশ সরাসরি মিটিংয়ে উপস্থিত ছিল। ভারত, নেপাল ও শ্রীলঙ্কা অনলাইনে যুক্ত ছিল। 

আরো পড়ুন:

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এসিসি প্রেসিডেন্ট নাকভি। এ সময় তিনি জানান সবাই এক সঙ্গে ক্রিকেটের জন্য কাজ করতে চান।  

‘‘শেষ কথা হচ্ছে আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। কেউ খেলার মাঝে রাজনীতি চাই না। এখানে দারুণ পরিবেশে দারুণ মিটিং হয়েছে। আশা করি ভবিষ্যতেও এমন মিটিং করতে পারব আমরা।’’

মিটিং সুষ্ঠভাবে হওয়ায় খুশি নাকভি, ‘‘আলহামদুলিল্লাহ আমাদের মিটিং অনেক ভালো গিয়েছে। এসিসিতে মোট ২৮টি দেশ সদস্য হিসেবে রয়েছে। ২৮টি দেশই এই মিটিংয়ে অংশ নিয়েছে। আমি সব সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে মিটিংয়ে অংশ নিয়েছে। এর পাশাপাশি যারা জুমের মাধ্যমে মিটিংয়ে যোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ।’’

‘‘কিছু দেশ ঢাকায় আসতে পারেনি। আমিও সিঙ্গাপুরে যেতে পারিনি। এটা স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগই এসেছে। এসিসির জন্য ভালো ব্যাপার হচ্ছে ২৫ সদস্যই মিটিংয়ে এসেছে’’ -আরও যোগ করেন নাকভি।

এদিকে সুষ্ঠ মিটিং আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ জানিয়েছেন নাকভি।

‘‘আমি আমিনুল ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, বিসিবিকেও ধন্যবাদ আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, আজকে দারুণ স্মরণীয় একটি দিন কেটেছে। এসিসির পক্ষ থেকে আমি বলতে চাই তারা যেভাবে সবকিছু আয়োজন করেছেন, সব দুর্দান্ত ছিল।’’

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়