ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাভি চেয়েছিলেন ভারতের কোচ হতে, কিন্তু…

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ১৬:১৮, ২৫ জুলাই ২০২৫
জাভি চেয়েছিলেন ভারতের কোচ হতে, কিন্তু…

বার্সেলোনার সাবেক কিংবদন্তি ফুটবলার ও কোচ জাভি হার্নান্দেজ, যিনি স্প্যানিশ ফুটবলের স্টাইল আর দর্শনের অন্যতম আধুনিক প্রতীক। এবার বিস্ময়করভাবে ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন! কিন্তু সেই সম্ভাবনা শেষ পর্যন্ত ধাক্কা খেয়েছে কিছু ‘প্রযুক্তিগত ভুল’ আর বাস্তব ‘বাজেট সীমাবদ্ধতার’ কারণে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জাভি নিজে ভারতের ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কোচের পদে আগ্রহ প্রকাশ করে আবেদন পাঠান। আবেদনটি ছিল সরাসরি একটি ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে। তবে সেই আবেদনপত্রে ছিল কিছু ঘাটতি। যোগাযোগের নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য অনুপস্থিত ছিল।

আরো পড়ুন:

এআইএফএফ-এর জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, “জাভির নাম তালিকায় ছিল, এটা সত্যি।”

কিন্তু সবকিছুর পরও স্প্যানিশ মহাতারকার সেই আগ্রহ ফলপ্রসূ হয়নি। একাধিক বোর্ড সদস্যদের মতে, ফেডারেশনের বর্তমান বাজেট পরিস্থিতি বিবেচনায় রেখে জাভির প্রোফাইলটি আর এগিয়ে নেওয়া হয়নি। সরাসরি বলা না হলেও ইঙ্গিত পরিষ্কার, জাভির মত হাই-প্রোফাইল কোচের পারিশ্রমিক সামাল দেওয়াটা কঠিন হয়ে যেত এআইএফএফ এর জন্য।

২০২৪ সালের মে মাসে বার্সেলোনার ডাগআউট ছেড়ে বেরিয়ে আসেন জাভি। কোচিংয়ে তার স্পর্শে কাতালান ক্লাব পেয়েছে শৃঙ্খলা ও নতুন প্রজন্মের বিকাশের দিশা। আগেই তিনি ভারতীয় ফুটবলে স্প্যানিশ কোচ ও দর্শনের উপস্থিতি দেখে আগ্রহ প্রকাশ করেছিলেন। সম্ভবত সেই আবেগ থেকেই ভারতের জাতীয় দলের দায়িত্ব নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ।

ভারতের ফুটবল বর্তমানে পুনর্গঠনের পথে। জাতীয় দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে, আর কোচিংয়ে নতুন দিশার খোঁজে আছে ফেডারেশন। এমন সময়ে যদি জাভির মতো বিশ্বমানের এক কোচ দল পরিচালনায় আসতেন, তাহলে সেটা হতে পারত ঐতিহাসিক মোড়।

কিন্তু যেটা হতে পারত, সেটা হলো না শুধু বাজেট ও অস্পষ্ট যোগাযোগের কারণে। এমনকি পুরোপুরি সঠিকভাবে যোগাযোগ করলেই হয়তো আলোচনা আরও এগিয়ে যেতে পারত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়