ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোধির জাদুতে কিউইদের দুর্দান্ত জয়, পেছনে পড়লেন সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ২৫ জুলাই ২০২৫  
সোধির জাদুতে কিউইদের দুর্দান্ত জয়, পেছনে পড়লেন সাকিব

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে নিউ জিল্যান্ড যেন তুলে রাখল এক শক্তির বার্তা। বৃহস্পতিবার জিম্বাবুয়েকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের প্রস্তুতি সারলো তারা। আর এই জয়ে অন্যতম নায়ক স্পিনার ইশ সোধি, যিনি শুধু ম্যাচই জেতাননি; একই সঙ্গে ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আগে ব্যাট করে ১৯০ রানের পাহাড় গড়ে কিউই ব্যাটসম্যানরা। জবাবে জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় মাত্র ১৩০ রানে। বল হাতে ঝলসে ওঠেন ইশ সোধি, মাত্র ১২ রানে শিকার করেন ৪ উইকেট।

আরো পড়ুন:

উদ্বোধনী জুটিতে ব্রায়ান বেনেতকে মাত্র ১ রানেই ফিরিয়ে শুরুটা করেন সোধি। এরপর উইকেটের পেছনে বুদ্ধিদীপ্ত ঘূর্ণি বলে ফেরান ক্লাইভ মাদানদেকে। দলের সর্বোচ্চ রান করা ডিওন মেয়ার্সও (১৮ বলে ২২) বাঁচতে পারেননি সোধির ফাঁদ থেকে। চতুর্থ শিকার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরান টনি মুনিওঙ্গাকে।

তবে এই ম্যাচে সোধির সবচেয়ে বড় সাফল্য এসেছে ব্যক্তিগত রেকর্ডের খাতায়। টনি মুনিওঙ্গার উইকেটটি নিয়েই তিনি স্পর্শ করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক। এই কীর্তি গড়তে লেগেছে ১২৬টি ম্যাচ, যেখানে প্রতিটি উইকেট পেতে তিনি দিয়েছেন গড়ে ২২.৫৩ রান এবং বল লেগেছে মাত্র ১৬.৯৯টি।

এই নজরকাড়া সাফল্যের ফলে সোধি এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার যিনি ১৫০ বা তার বেশি উইকেটের মালিক। তালিকার শীর্ষে রয়েছেন তারই দেশের টিম সাউদি ১৬৪ উইকেট, ১২৬ ম্যাচে। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের রশিদ খান- ৯৬ ম্যাচেই ১৬১ উইকেট।

এদিকে বাংলাদেশের সাকিব আল হাসান এখন সোধির ঠিক পেছনে রয়েছেন ১৪৯ উইকেট নিয়ে। তার অবস্থান এখন চতুর্থ স্থানে। পঞ্চম অবস্থানে রয়েছেন আরেক বাংলাদেশি, মোস্তাফিজুর রহমান (১৩৯ উইকেট)। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়