টেস্টে ৩৮তম সেঞ্চুরিতে সাঙ্গাকারার রেকর্ড ছুঁলেন রুট
টেস্ট ক্রিকেটে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের ৩৮তম টেস্ট সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পাশে এসে দাঁড়ালেন। এখন তাঁরা দুজনই যৌথভাবে টেস্টে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
রুট ১৭৮ বলে ১২টি চারে স্পর্শ করেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। ৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার শুধুই শতকেই থেমে থাকেননি—একই ইনিংসে ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড়কে। এখন তিনি টেস্ট ইতিহাসে রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে। তার ঠিক সামনে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং, যাকে ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছি এখন রুট।
ভারতের বিপক্ষে এটি ছিল জো রুটের ১২তম সেঞ্চুরি, যা কোনো একক দলের বিপক্ষে কোনো ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ভারতীয় বোলারদের বিপক্ষে তার এই রানের ধারাবাহিকতা সত্যিই ঈর্ষণীয়।
টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা পাঁচ ব্যাটসম্যান:
১. শচীন টেন্ডুলকার – ৫১
২. জ্যাক ক্যালিস – ৪৫
৩. রিকি পন্টিং – ৪১
৪. জো রুট – ৩৮*
৫. কুমার সাঙ্গাকারা – ৩৮।
ঢাকা/আমিনুল