ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরিয়ারকে এইচপিতে পাঠাল বিসিবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:২৫, ২ আগস্ট ২০২৫
শাহরিয়ারকে এইচপিতে পাঠাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগে পরিবর্তন এসেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস অবসরের পর ২০২১ সাল থেকে ক্রিকেট পরিচালনা বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন।

লম্বা সময় ধরেই কাজ করেছেন নাফিস। তার অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য বিসিবি তার বিভাগ পরিবর্তন করেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে শাহরিয়ারকে নিয়ে যাওয়া হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে। তরুণ, প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট কাজ করে। সেই বিভাগের ম্যানেজার হিসেবে শাহরিয়ারকে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ থেকে নতুন বিভাগে কাজও শুরু করেছেন তিনি। 

এদিকে এতোদিন এইচপির দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার জামাল বাবুকে ক্রিকেট পরিচালনা বিভাগে নিয়ে আসা হয়েছে। মূলত শাহরিয়ার ও জামালের বিভাগ অদলবদল করা হয়েছে।

সবশেষ বোর্ড মিটিংয়ে দুজনের বিভাগ পরিবর্তন সুপারিশ গ্রহণ করেন পরিচালকরা। এ নিয়ে বিসিবির এক পরিচালক বলেছেন, ‘‘আমরা চাচ্ছি বোর্ডের গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো আছে সেগুলো যেন সবার আয়ত্ত্বে থাকুক। প্রত্যেকে যেন কাজটা বুঝতে পারে। এটাকে শিফটিং বলতে পারেন। অদলবদল হওয়াতে দুই বিভাগেই এখন অভিজ্ঞতা ছড়িয়ে পড়বে, নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার হবে। যা আমাদের জন্যই ভালো হবে।’’

ক্রিকেট পরিচালনা বিভাগের কাজ ছকে সাজানো। বিসিবির সর্বোচ্চ প্রায়োরিটি এই বিভাগ। যেখানে যুক্ত হতে হয় স্বয়ং বোর্ড সভাপতিকেও। অন্যদিকে এইচপি ইউনিটের কাজ তুলনামূলক চ্যালেঞ্জিং। বছরের নির্দিষ্ট সময়ে তাদের অনুশীলনের ব্যবস্থা করা, দেশে-বাইরে সফর চূড়ান্ত করা এবং বিদেশী ও স্থানীয় কোচদের যৌথ পরিচালনায় ক্যাম্প চালানোর কাজ করতে হবে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়