ডি ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল পাকিস্তান, দ. আফ্রিকা চ্যাম্পিয়ন
বার্মিংহ্যামের মাটিতে শনিবার অনুষ্ঠিত ফাইনাল যেন পরিণত হয়েছিল এবি ডি ভিলিয়ার্সের একক প্রদর্শনীতে। সাবেক এই প্রোটিয়া অধিনায়ক তার পরিচিত ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ রূপে ফিরেই ভেঙে দিলেন পাকিস্তান চ্যাম্পিয়ন্সের শিরোপার স্বপ্ন। দুরন্ত এক সেঞ্চুরির ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে।
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। শুরু থেকেই ব্যাটাররা ধরে রাখেন আক্রমণাত্মক মেজাজ। ইনিংসের মূল ভরসা হয়ে ওঠেন শারজিল খান, যিনি মাত্র ৪৪ বলে ঝড়ো ৭৬ রানের ইনিংস খেলেন। মারেন ৯টি চারের সঙ্গে ৪টি বিশাল ছক্কা। এছাড়া উমর আমিন (৩৬), আসিফ আলী (২৮), শোয়েব মালিক (২০) ও মোহাম্মদ হাফিজ (১৭) ছোট ছোট অবদান রাখেন।
২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৫। দক্ষিণ আফ্রিকার হয়ে হারদুস ভিলজোয়েন ও ওয়েন পারনেল দুটি করে উইকেট নেন। আর একটি উইকেট নেন দুয়ান্নে অলিভার।
১৯৬ রানের বড় লক্ষ্য সামনে রেখেও একটুও চাপে পড়েনি দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। পাওয়ার প্লের মধ্যেই তারা তোলে ৭২ রান। হাশিম আমলা ১৪ বলে ১৮ রান করে ফিরলেও রানরেট ততক্ষণে নিয়ন্ত্রণে।
এরপর মাঠজুড়ে একচ্ছত্র দাপট ছিল ডি ভিলিয়ার্সের। ব্যাট হাতে যেন সময়কে পিছনে ফেলে আবারও ফিরলেন তার প্রাইম ফর্মে। ধৈর্য ও আগ্রাসনের নিখুঁত মিশ্রণে মাত্র ৬০ বলে খেলেন দৃষ্টিনন্দন ১২০ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাট থেকে আসে ১২টি চার ও ৭টি ছক্কা।
সঙ্গী জেপি ডুমিনি ছিলেন তার মতোই কার্যকর। ২৮ বলে ৫০ রান করে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ১৬.৫ ওভারেই ম্যাচ শেষ করে দেয় দক্ষিণ আফ্রিকা, ২৩ বল হাতে রেখেই।
এই ইনিংসের মাধ্যমে টুর্নামেন্টে এটি ছিল ডি ভিলিয়ার্সের তৃতীয় শতক। পুরো আসরে তিনি করেছেন সর্বোচ্চ ৪২৯ রান। ফলে ম্যাচ সেরার পাশাপাশি হয়েছেন টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড়।
যদিও এই টুর্নামেন্ট সাবেক খেলোয়াড়দের নিয়ে, তবু দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো বৈশ্বিক শিরোপা জেতার যা অপূর্ণতা ছিল ডি ভিলিয়ার্সের ক্যারিয়ারে, তা অনেকটাই মিটিয়ে দিলেন এই লিজেন্ডস লিগে। তার ব্যাটিং দেখে যেন মনে হলো— সময় থেমে গেছে। আর মাঠে আবারও ফিরেছে সেই পুরনো মহাতারকার রূপ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান চ্যাম্পিয়ন্স: ১৯৫/৫ (শারজিল ৭৬, উমর আমিন ৩৬)
দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স: ১৯৬/১ (ডি ভিলিয়ার্স ১২০*, ডুমিনি ৫০*)
ফল: দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: এবি ডি ভিলিয়ার্স
টুর্নামেন্ট সেরা: এবি ডি ভিলিয়ার্স (৪২৯ রান)।
ঢাকা/আমিনুল