ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক ওভারে ৪৫ রান, ইতিহাস গড়লেন আফগান ব্যাটসম্যান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৩৮, ৩ আগস্ট ২০২৫
এক ওভারে ৪৫ রান, ইতিহাস গড়লেন আফগান ব্যাটসম্যান

ক্রিকেটের বাইবেল যেন নতুন করে লিখলেন আফগান ব্যাটার উসমান গনি। এক ওভারে ৪৫ রান তুলে অনন্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন এই ওপেনার। আধুনিক ক্রিকেটে যেখানে রান বন্যার মতো বইছে, সেখানে এমন একক ঝড়ে সবার নজর কাড়লেন তিনি।

লন্ডনে অনুষ্ঠিত ‘ইসিএস টি-টেন ইংল্যান্ড’ টুর্নামেন্টের এক ম্যাচে উসমান গনির ব্যাটে যেন আগুন লেগে গিয়েছিল। লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমে গিল্ডফোর্ডের বোলার উইল আর্নিকে এক ওভারে হাঁকিয়ে দিলেন রেকর্ড পরিমাণ রান, ৪৫! এর মধ্যে ৪২ রান ব্যাট থেকে, বাকি ৩ রান অতিরিক্ত (নো বল ও ওয়াইড)। এমন কীর্তি আগে আর কোনো পেশাদার ক্রিকেট ম্যাচে দেখা যায়নি।

আরো পড়ুন:

ওভারের বলগুলোর পরিসংখ্যান ছিল এমন: ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪। সব মিলিয়ে ৯টি বল, ৪৫ রান।

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খরুচে ওভারের তালিকায় এটি এখন এক নম্বরে।

এই ম্যাচে উসমান গনি ছিলেন দুর্দান্ত ছন্দে। পুরো ইনিংসে মাত্র ৪৩ বলে ১৫৩ রান তুলে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৭টি ছক্কা ও ১১টি চার, আর স্ট্রাইক রেট ছিল ৩৫৫.৮১—যা যে কোনো ব্যাটারের স্বপ্ন!

তার ওপেনিং সঙ্গী ইসমাইল বাহরামিও ছন্দে ছিলেন, ১৯ বলে করেন ঝড়ো ৬১ রান। এই জুটির হাত ধরে লন্ডন কাউন্টি মাত্র ১০ ওভারে তোলে ২২৬ রান। যা টি-১০ ফরম্যাটে বিরল এক স্কোর।

এই পাহাড়সম রান তাড়া করতে নেমে গিল্ডফোর্ডের ইনিংস শেষ হয় মাত্র ১৫৫ রানে। কেউই অর্ধশতক ছুঁতে পারেননি। ম্যাচের ফল, ৭১ রানে লন্ডনের জয়।

একসময় আফগান জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন উসমান গনি। ২০১৪ সালে অভিষেকের পর তিনি খেলেছেন ১৭টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি। কিন্তু ২০২৩ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেন। তার ভাষায়, তিনি ফিরবেন তখনই যখন বোর্ডে থাকবে “স্বচ্ছ ম্যানেজমেন্ট ও সৎ নির্বাচনী পদ্ধতি”।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়