আসছেন বিদেশিরা
একটা সময়ে ছিল যখন শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের খেলা দেখতেই বিপিএলে শোরগোল পড়ে যেত। সেই অতীত হারিয়ে গেছে কত আগে। এখনও বিদেশি ক্রিকেটার আসেন। কিন্তু খোঁজ খবর থাকে না কোনও!
মোহাম্মদ আমিরের কথাই ধরুন। গতকাল ঢাকা পৌঁছে রাতে সিলেট চলে যান পাকিস্তানের ফাস্ট বোলার। সিলেট টাইটান্সের জার্সিতে আজ অনুশীলনেও নেমে পড়েন বিশ্বের অন্যতম সেরা এই বোলার। সিলেটের তাঁবুতে আজ যোগ দেবেন সালমান ইরশাদ, অ্যারোন জোঞ্চ ও সায়েব আইয়ুব।
রাজশাহী ওয়ারিয়র্সের বিদেশি ক্রিকেটাররা চলে আসতে শুরু করেছেন গতকাল রাত থেকে। নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে, শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো, পাকিস্তানের হোসেন তালাত, মোহাম্মদ নওয়াজ ও শাহিবজাদা ফারহান এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তারা দলের সঙ্গে আজ সিলেটে উড়াল দেবেন।
রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন। এসেছেন তাদের দলের খুশদিল শাহ। বাকিরা আজ-কালকের মধ্যেই চলে আসবেন। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী দলের ক্রিকেটাররাও চলে আসবেন দুয়েক দিনের মধ্যে।
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়তি উন্মাদনা সৃষ্টি করবে বলেই বিশ্বাস ক্রিকেট প্রেমিদের। তারকা মানের খেলোয়াড়ের ঘাটতি আছে। তবে স্থানীয় ক্রিকেটাররা সেই অভাব পুষিয়ে দিতে পারবেন বলেই মনে করেন সংশ্লিষ্টরা।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএল। দুই নতুন দল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে সিলেটে শুরু হচ্ছে এবারের বিপিএল। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
ঢাকা/ইয়াসিন