ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৬, ২৩ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

আহমেদ শরীফ

ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। একসময় তার উপস্থিতি ছাড়া বাণিজ্যিক সিনেমার গল্প যেন অসম্পূর্ণ থেকে যেত! প্রায় আট শতাধিক সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তবে দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। সম্প্রতি দেশে ফিরেই নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেন এই অভিনেতা। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তিনি।  

আহমদ শরীফ গণমাধ্যমে বলেন, “আমেরিকা থেকে কিছু কাজ নিয়ে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।” 

আরো পড়ুন:

সভাপতি পদে নির্বাচন করার তথ্য জানিয়ে আহমেদ শরীফ বলেন, “সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।” 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরো দুই-একদিন দেশে থাকবেন বলেও জানান তিনি। 

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়