বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের দিন আজ
আমিনুল || রাইজিংবিডি.কম
প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস (ফাইল ফটো)
ক্রীড়া ডেস্ক : আজ ১০ জানুয়ারি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লাল হরফে লেখা দিন। দশ বছর আগে এই দিনে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল। ২০০০ সালে টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর নিজেদের ৩৫তম টেস্টে টাইগাররা প্রথম সাফল্যের সাক্ষাৎ পায়।
চট্টগ্রামে এদিন বাংলাদেশ ২২৬ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়ে। হাবিবুল বাশার বাংলাদেশের প্রথম টেস্টজয়ী অধিনায়ক হওয়ার গৌরব লাভ করেন। তার ব্যাট থেকে আসে ৯৪। আর মোহাম্মদ রফিক ৬৯ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নিলে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড পায়।
হাবিবুল বাশার দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেন। এরপরই বাঁ-হাতের স্পিনে ভেলকি দেখান এনামুল হক জুনিয়র। তিনি ৪৫ রানে ছয় উইকেট নিয়ে জিম্বাবুয়েকে অলআউট করেন ১৫৪ রানে। লাল-সবুজের বিজয় কেতন প্রথম ওড়ে সাদা পোশাকের ক্রিকেটে। পরে ঢাকায় দ্বিতীয় ম্যাচ ড্র করে স্বাগতিকরা দুই টেস্টের সিরিজ জেতে ১-০ তে। বাংলাদেশ টেস্টে দ্বিতীয় জয় পায় ওয়েস্ট ইন্ডিজে চার বছর পর। কিন্তু সে আরেক কাহিনী!
বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সংক্ষিপ্ত স্কোর কার্ড :
বাংলাদেশ : প্রথম ইনিংস ৪৮৮ (জাভেদ ওমর ৩৩, নাফিস ইকবাল ৫৬, হাবিবুল বাশার ৯৪, মোহাম্মদ আশরাফুল ১৯, রাজিন সালেহ ৮৯, খালেদ মাসুদ পাইলট ৪৯, মোহাম্মদ রফিক ৬৯, মাশরাফি বিন মুর্তজা ৪৮। এমপফু ৪/১০৯)।
জিম্বাবুয়ে : প্রথম ইনিংস ৩১২ (মাতসিকেনেরি ২৮, মাসাকাদজা ২৯, ব্রেন্ডন টেলর ৩৯, তাতেন্দা তাইবু ৯২, চিগুম্বুরা ৭১। মাশরাফি ৩/৫৯, মোহাম্মদ রফিক ৫/৬৫)।
বাংলাদেশ : দ্বিতীয় ইনিংস ২০৪/৯ ডিক্লেয়ার (রাজিন সালেহ ২৬, হাবিবুল বাশার ৫৫, মোহাম্মদ আশরাফুল ২২, খালেদা মাসুদ পাইলট ২৩। চিগুম্বুরা ৫/৫৪)।
জিম্বাবুয়ে : দ্বিতীয় ইনিংস ১৫৪ (মাসাকাদজা ৫৬, ব্রেন্ডন টেলর ৪৪। এনামুল হক জুনিয়র ৬/৪৫)। ফল : বাংলাদেশ ২২৬ রানে জয়ী।
রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৫/আমিনুল/নেছার
রাইজিংবিডি.কম