ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুরের ৫ আসন থেকে মনোনয়ন কিনলেন ৩১ প্রার্থী

শোয়েব হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৭ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরের ৫ আসন থেকে মনোনয়ন কিনলেন ৩১ প্রার্থী

জামালপুরের মানচিত্র

শোয়েব হোসেন
জামালপুর, ১৮ নভেম্বর : জামালপুরের ৫টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র কিনেছেন মোট ৩১ জন প্রার্থী। এর মধ্যে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে মনোনয়ন পত্র কিনেছেন ১২ প্রার্থী।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়ন পত্র কিনেছেন ৮ জন প্রার্থী। তারা হলেন, বর্তমান এমপি ভূমি মন্ত্রী রেজাউল করীম হীরা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোটে বাকী বিল্লাহ, জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোজাফফর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম রেজনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান ও সাবেক মহিলা সাংসদ তহুরা আলী।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মনোনয়ন পত্র কিনেছেন ১২ জন প্রার্থী। তারা হলেন, বর্তমান এমপি ডা: মুরাদ হাসান, সাবেক ধর্ম মন্ত্রী মওলানা নূরুল ইসলাম, সাবেক এমপি আব্দুল মালেক ও তার ছেলে ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আধ্যক্ষ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা, কেন্দ্রীয় যুব লীগ নেতা এনামুল হক খান, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তারা। এছাড়াও আনিছুর রহমান এলিন, ফজলুর রহমান, অধ্যাপক লুৎফর রহমান, মোরশেদা বেগম মনোনয়ন পত্র কিনেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে মনোনয়ন পত্র কিনেছেন মাত্র ১ জন। তিনি হলেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়ন পত্র কিনেছেন ৪ প্রার্থী। তারা হলেন, বর্তমান এমপি ফরিদুল হক খান দুলাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহজাহান আলী মণ্ডল, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ কন্যা মাহজাবীন খালেদ বেবী ও আওয়ামী নেতা মেজর আনোয়ার (অব:)।

জামালপুর-১ আসনে মনোনয়ন পত্র কিনেছেন ৬ জন প্রর্থী। এরা হলেন, সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওায়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ (মেডিসিন), ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী এবং অ্যাডভোকেট খলিলুর রহমান।


রাইজিংবিডি/ এমএএস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়