ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৩০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ফিটনেস বা ডকুমেন্টবিহীন যান এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নগরীর টাইগারপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক এবং জিয়াউল হক মীরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে শতাধিক গাড়ির ও চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল হক রাইজিংবিডিকে জানান, অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন, লাইসেন্স না থাকা, ফিটনেস না থাকাসহ বিভিন্ন অপরাধে বাস, ট্রাক, কাভার্টভ্যান, সিএনজি অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন এবং চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে বেশ কয়েকটি যানবাহন ডাম্পিং-এ পাঠানোর পাশাপাশি লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

চলমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ আগস্ট ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়