ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে

পানিতে থৈ থৈ করছে খোয়াই নদী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানির নিচে তলিয়ে গেছে চরের ফসল। বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকের মধ্যে হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রচুর বৃষ্টিপাতে খোয়াই নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নদীপাড়ের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপৎসীমার ৯.৫ মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর ক্রমেই পানি বাড়তে থাকে। সোমবার সকাল থেকে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রতিরক্ষা বাঁধগুলো ঝুকির মধ্যে রয়েছে। এ ছাড়া আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতেও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যন্য নদী ও হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান,  নিম্নচাপের ফলে প্রচুর বৃষ্টি হওয়ায় খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খোয়াই নদীর তীরেরবাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রতিরক্ষা বাঁধগুলোতে পাহারাদারসহ আমাদের লোকজন রয়েছেন।

এদিকে হাওরগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জমিগুলোর ধান তলিয়ে গেছে।

খোয়াই নদীপাড়ের বাসিন্দা কাজল মিয়া বলেন, ‘চরে সবজি চাষ করেছিলাম। প্রতিবছর চাষকৃত এ সবজি বিক্রি করে সংসার চালায়। এবার কিছু সবজি বিক্রি করার পর পানি এসেছে। বাঁধ ভেঙে গেলে আমাদের উপায় থাকবে না।

 

 

রাইজিংবিডি/হবিগঞ্জ/২৪ এপ্রিল ২০১৭/মামুন চৌধুরী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ