ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

মোবাইল ফোন চুরির অভিযোগ, নারীকে দড়িতে বেঁধে নির্যাতন

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১০ মে ২০২৪  
মোবাইল ফোন চুরির অভিযোগ, নারীকে দড়িতে বেঁধে নির্যাতন

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোবাইল চুরির অভিযোগে ২৬ বছর বয়সী এক নারীকে কোমরে দড়ি বেঁধে নির্যাতন করা হয়েছে। ওই ঘটনার মোবাইলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ মে) উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের একটি বাজারে ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা গেছে, ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়িতে বসে থাকা নারীর সঙ্গে তর্ক করছেন আরও কয়েকজন নারী। এরই মধ্যে এক ব্যক্তিকে ভ্যানে বসে থাকা নারীকে রশি দিয়ে বেঁধে রাখতে দেখা গেছে। এসময় উৎসুক লোকজন দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিলেন।

স্থানীয়রা বলছেন, কয়েকজন নারী ও পুরুষ মোবাইল চুরি নিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে তর্কে জড়ান। এর মধ্যেই ভুক্তভোগীকে দড়ি দিয়ে বাধাঁর ঘটনাটি ঘটে। 

বাজারের ওষুধ ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, হঠাৎ অনেক লোকজনকে দেখতে পাই। এরই মধ্যে এক নারীকে ৮-১০ জন নারী মিলে আক্রমণ করেন। জানতে গেলে তারা বলেন, ওই নারী মোবাইল চুরি করেছেন। তাই তাকে ধরতে এসেছেন সবাই। পরে হামলার শিকার নারীকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যান তারা। বিষয়টি আমার কাছেও খুব খারাপ লেগেছে। তাই মোবাইলে রেকর্ড করি।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার খালার বাড়িতে গেছে মেয়েটি। পরে শুনতে পাই তাকে বাজারে ধরে বেঁধে মেরেছে। এখন সে আমার বাড়িতে আছে। 

বোদা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি আমরা অবগত না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়নি।

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়