ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে ৫ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১০ মে ২০২৪  
চাঁদপুরে কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে ৫ জেলে আটক

চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ৫ জেলেকে নৌকাসহ আটক করেছে নৌ পুলিশ।

শুক্রবার (১০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

আটককৃতরা হলেন- আল আমিন ব্যাপারী (৩৮), স্বপন ব্যাপারী (৩২), জাকির হোসেন (৩৫), শাহীন দাড়িয়া (৪০) এবং ওলি উল্ল্যাহ (২৩)। এরা সবাই শরিয়তপুরের নড়িয়া উপজেলার নোয়াপাড়া ইউপি’র বাসিন্দা।

চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, রাজরাজেশ্বর ইউপি’র শিলারচর নামক স্থানের মেঘনা নদী হতে গ্রেপ্তারকৃত আসামিদের ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা উদ্ধারপূর্বক জব্দ করেছি। আটক ৫ জন অসাধু জেলের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অমরেশ/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়