ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিপুল পরিমাণ ফেনসিডিল-ইয়াবা উদ্ধার

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপুল পরিমাণ ফেনসিডিল-ইয়াবা উদ্ধার

ফেনী প্রতিনিধি : চট্টগ্রাম শহরে আজ সোমবার বিকেলে পৃথক অভিযানে দুই হাজার বোতল ফেনসিডিল ও ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাবের সদস্যরা।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন ডিটি রোডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় র‌্যাব। এ সময় কুমিল্লা হতে চট্টগ্রামগামী ট্রাকে (চট্ট-মেট্ট্রো-ড-১১-২৬৩৯) তল্লাশি চালিয়ে ১৩টি প্লাস্টিকের ড্রামের ভেতরে লুকানো দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মো. জাকির, মো. জাহিদুল ইসলাম জাহিদ (২১) ও তারেক হোসেনকে (১৯) আটক করা হয়েছে।

পরে চট্টগ্রাম মহানগরীর ভাটিয়ারির উত্তর বাজার এলাকায় মিককো ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মোটরসাইকেলের (ঢাকা মেট্ট্রো-ল-২৫-৩৯২০) তেলের ট্যাংকির ভেতরে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ সময় মো. আব্দুল হক নোমান (৩৫), মো. শাকিল হাসানকে (১৯) আটক করা হয়।  

উদ্ধারকৃত ইয়াবা এবং ফেনসিডিলের মূল্য ০২ কোটি ১৬ লাখ টাকা।



রাইজিংবিডি/ফেনী/২৪ জুলাই ২০১৭/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়