ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাভারের বিভিন্ন কারখানা থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারের বিভিন্ন কারখানা থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, সাভার : পরিবেশ দূষণ প্রতিরোধে সাভারের বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার বেলা ১১ টায় শিল্পাঞ্চলের কর্নপাড়া এলাকা থেকে এই অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট বিভাগ।

অভিযান শুরুর পর বেশকিছু কারখানায় অসংগতি দেখা গেছে বলে জানিয়েছেন মনিটরিং ও এনফোর্সমেন্ট বিভাগের উপ-পরিচালক আব্দুল হাই।

তিনি জানান, কর্ণপাড়া শিল্পাঞ্চলের দোয়েল গ্রুপ, এইচ আর গ্রুপ, বেলকুচি নিট অ্যান্ড ডাইং, বাংলাদেশ ডাইং কারখানা থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের উৎপাদন সময়ের সঙ্গে ইটিপির সচল রাখার সময়ের মধ্যে অসংগতি দেখা গেছে। সংগ্রহীত নমুনা পরীক্ষা করে কোনো ক্ষতিকারক কোনো কিছু পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মো. আসাদুজ্জামান এই অভিযানের নেতৃত্বে দিচ্ছেন।

এ প্রতিবেদককে তিনি জানান, পর্যায়ক্রমে সাভারের সব ডাইং এবং ওয়াশিং কারখানা থেকে নমুনা সংগ্রহ করা হবে।

 

 

রাইজিংবিডি/ সাভার/ ২৩ অক্টোবর ২০১৭/ সাফিউল ইসলাম সাকিব/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়