ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নারীদের মাঠে যাওয়া নিষিদ্ধ: ৩ জন রিমান্ডে

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারীদের মাঠে যাওয়া নিষিদ্ধ: ৩ জন রিমান্ডে

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নারীদের মাঠে যাওয়া বন্ধ ঘোষণা করার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এরা হলেন- কল্যাণপুর মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি মতিউর রহমান ও ইমাম আবু মুসা। কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার জুমার নামাজের পর কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর জামে মসজিদে এক বৈঠকে নারীদের মাঠে যাওয়া বন্ধের সিদ্ধান্ত গ্রহণ ও মসজিদের মাইকে ঘোষণা করা হয়। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় শ্রমিক, মহিলা শ্রমিক, মুসল্লি ও সামাজিক সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৩ ডিসেম্বর ২০১৭/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়