ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লাইসেন্স ছাড়া মানসিক হাসপাতাল করলে ৫ লাখ টাকা জরিমানা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাইসেন্স ছাড়া মানসিক হাসপাতাল করলে ৫ লাখ টাকা জরিমানা

সচিবালয় প্রতিবেদক : লাইসেন্স ছাড়া মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা করলে পাঁচ লাখ টাকা জরিমানাসহ তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রেখে প্রণীত ‘মানসিক স্বাস্থ্য আইন, ২০১৭’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রয়োজন অনুযায়ী সরকার দেশের বিভিন্ন এলাকায় মানসিক হাসপাতাল নির্মাণ করবে। তবে বেসরকারি পর্যায়ে কেউ যদি মানসিক হাসপাতাল নির্মাণ করতে চায়, তাহলে তাকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ হাসপাতাল পরিচালনা করলে পাঁচ লাখ টাকা জরিমানা, তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে তাকে ২০ লাখ টাকা জরিমানা ও ৫ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সরকারের অধীনস্ত দপ্তরের একজন পরিচালক পদমর্দার কর্মকর্তা বা চিকিৎসকের নেতৃত্বে মানসিক স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা, সম্প্রসারণ, উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হবে ‘  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মানসিক রোগীর সঙ্গে কেউ প্রতারণা করলে বা তার অনিষ্ট করলে দুই বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

সচিব বলেন, ‘সরকার মানসিক অসুস্থ ব্যক্তির চিকিৎসা এবং সেবা প্রদানের জন্য যে কোনো স্থানে মানসিক হাসপাতাল স্থাপন বা মেডিক্যাল কলেজ হাসাপাতালসমূহে পৃথক বিভাগ প্রতিষ্ঠা করতে পারবে। তবে প্রতিটি হাসপাতাল বা ইউনিটে অ্যালকোহল কিংবা অন্যান্য দ্রব্যের নেশায় আসক্ত ব্যক্তি ১৮ বছরের কম বয়সী মানসিক রোগী এবং সাজাপ্রাপ্ত মানসিক রোগীর চিকিৎসায় পৃথক ব্যবস্থা থাকতে হবে।

এ আইনটি কার্যকর হওয়ার পরবর্তী ৯০ দিবসের মধ্যে ইতিপূর্বে স্থাপিত সকল বেসরকারি মানসিক হাসপাতালকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স না নিলে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’ 



রাইজংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়