ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগামী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দ্রুতগামী ট্রাকের চালক জাহাঙ্গীর আলম (৩৮) ও সহকারী আবদুর রশিদ (৩৪)।

সকালে ট্রাকে আটকে থাকা অবস্থায় এই দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন রাইজিংবিডিকে জানান, মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও হেলপার তাদের আসনেই আটকে গিয়ে মর্মান্তিকভাবে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক কেটে দুজনের লাশ উদ্ধার করেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৩ অক্টোবর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়