ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আ.লীগ নেতা হত্যা: ক্ষুব্ধ নেতাকর্মীদের ন্যায় বিচার দাবি

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগ নেতা হত্যা: ক্ষুব্ধ নেতাকর্মীদের ন্যায় বিচার দাবি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইউসুফ আল মামুনকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুসছে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। তারা হত্যার ন্যায় বিচার দাবি করেছে।

তবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন।

নিহত মামুনের বাবা নুরুদ্দিন ব্যাপারী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে গোলডাঙ্গী চৌরাস্তা বাজারে চায়ের দোকানে টেলিভিশনে খবর দেখছিলেন নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ আল মামুন। এ সময় বিএনপির সমর্থক মো. মজি মোল্লার সঙ্গে তার কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনার কিছু সময় পর মজির স্বজন ইমাম মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে ইউসুফ আল মামুনের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। মামুনকে বাঁচাতে এসে আহত হন ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন ফকির।

প্রত্যক্ষদর্শী ফেলু খাঁন, বিল্লাল ও রুবেল জানান, চায়ের দোকানে রাখা টিভিতে খবর দেখার এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার জের ধরে হাতাহাতি হয়। প্রথমে সবাই ঠেকিয়ে দিলেও কিছু সময় পর বিএনপির সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে ফের হামলা চালায়। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকস্মিক এমন মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন তারা।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, ঘটনার পর থেকে পুলিশ তৎপর রয়েছে। এরই মধ্যে কয়েকজন আটক হয়েছে।

মামুনের মৃত্যুতে ক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীরা দাবি করেন, বিএনপির নেতাদের ইশারায় পরিকল্পিতভাবে মামুনকে হত্যা করা হয়েছে।। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা বলেন, মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেনের নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত রয়েছেন নেতাকর্মীরা।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রকাশ্যে একজন মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক। আইনগতভাবে হত্যার বিচার হবে। তবে হামলার নেতৃত্বদানকারীদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৩ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

নিহত ইউসুফ আল মামুন বিবাহিত। তার সন্তান নেই।



রাইজিংবিডি/ফরিদপুর/১২ ডিসেম্বর ২০১৮/মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়