ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হত্যাকাণ্ডের ২ মামলায় ২৯ জন কারাগারে

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যাকাণ্ডের ২ মামলায় ২৯ জন কারাগারে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী ও সদরপুর উপজেলার হত্যাকাণ্ড সংক্রান্ত দুটি মামলায় ২৯ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের দেলোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত ২৭ জন আসামিকে সোমবার জেল হাজতে পাঠিয়েছেন ফরিদপুর অতিরিক্ত জুডিশিয়াল ৭ নম্বর আমলি আদালতের বিজ্ঞ বিচারক।

হত্যা মামলার ওই আসামিরা উচ্চ আদালতের চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে সোমবার আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন। এ নিয়ে এজাহারভুক্ত ৪১ জন আসামির মধ্যে ৩০ জনকে জেল হাজতে পাঠানো হয়। সাতজন জামিনে ও বাকি চারজন পলাতক রয়েছে। গত ০৩ এপ্রিল চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দেলোয়ার নিহত হয়।

জেলার সদরপুর উপজেলার আলোচিত দাদন ব্যাপারী হত্যা মামলার বাদী, নিহতের বড় ছেলে মো. লিয়াকত আলী ব্যাপারীর উপর হামলা মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে সদরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

তারা হলেন সদরপুর উজেলার বাবুরচর খালাসীডাঙ্গী গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে জাকের সিকদার ও সামাদ সিকদারের ছেলে কাদের সিকদার।



রাইজিংবিডি/ফরিদপুর/১৭ জুন ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়