ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অনলাইনে আয়কর পরিশোধ করায় অর্থমন্ত্রীকে শুভেচ্ছা

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে আয়কর পরিশোধ করায় অর্থমন্ত্রীকে শুভেচ্ছা

বিশেষ প্রতিবেদক : নিয়মিত অনলাইনে আয়কর প্রদান করে একটি অনুকরণীয় এবং দৃষ্টান্ত স্থাপন করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

রোববার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এনবিআর চেয়ারম্যান অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় তার হাতে ট্যাক্সকার্ড তুলে দেন। অর্থমন্ত্রী কর অঞ্চল-৮ এ প্রতি বছর তার আয়কর পরিশোধ করেন।

অনলাইনে আয়কর প্রদান কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর অর্থমন্ত্রী নিজেই তার আয়কর পরিশোধ করেন। এবার শেরেবাংলা নগরে এনবিআর এর নিজস্ব ভবন প্রাঙ্গনে আয়কর মেলা শুরু হওয়ার পর বিপুলসংখ্যক আয়কর দাতা অংশ নেন এবং তাদের আয়কর রিটার্ন জমা দেন।

এনবিআর চেয়ারম্যান অর্থমন্ত্রীর হাতে ট্যাক্সকার্ড তুলে দেওয়ার পর আয়কর মেলার বিভিন্ন দিক তুলে ধরেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এবারের আয়কর মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে আয়কর দাতাদের সম্মাননা জানানোর পাশাপাশি প্রথমবারের মতো দেশের ৮৪টি পরিবরাকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৭/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়