ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হলো : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হলো : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হলো। 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এই রায়ের মাধ্যমে সরকার তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করল। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তিন বারের প্রধানমন্ত্রী ও তিন বারের বিরোধী দলীয় নেতা হয়েছেন; তাকে গণবিচ্ছিন্ন করতে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।’

‘সরকার তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে ভুয়া ও মিথ্যা মামলা তৈরি করে, নথি তৈরি করে তাকে সাজা দিয়েছে। তাই দেশের মানুষ কোনোদিনই মেনে নেবে না, তারা এই রায় প্রত্যাখ্যান করেছে। আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে প্রত্যখ্যান করছি,’ বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব দাবি করেন, ‘শুধু রাজনৈতিকভাবে বিএনপি নেত্রীকে দূরে সরিয়ে রেখে একদলীয় শাসন পাকাপোক্ত করতে যে নীলনকশা সেটি বাস্তবায়ন করতে তাকে (খালেদা জিয়া) সাজা দেওয়া হয়েছে। এই মামলার রায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটকে আরো ঘনীভূত করবে এবং দেশের বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থাহীনতা তৈরি হলো।’

তিনি আরো বলেন, ‘রায়কে কেন্দ্র করে গত তিন দিন ধরে এই বিনা ভোটের সরকার যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পুরো রাষ্ট্রে সন্ত্রাস করেছে। মোড়ে মোড়ে সন্ত্রাসের পাহারা বসিয়েছে। প্রায় সাড়ে তিন হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ক্ষোভের সঙ্গে বলতে চাই, আওয়ামী লীগ নিজেরা সহিংস পরিস্থিতি সৃষ্টি করে, সন্ত্রাস করে বরাবরই চড়াও হয়েছে বিএনপির ওপর।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী ‍উপস্থিত ছিলেন। 



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়