ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

নির্মাতাকে হত্যা চেষ্টার অভিযোগে অভিনেত্রীর কারাদণ্ড

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্মাতাকে হত্যা চেষ্টার অভিযোগে অভিনেত্রীর কারাদণ্ড

প্রীতি জৈন, মধুর ভাণ্ডারকর

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা মধুর ভাণ্ডারকরকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে ভারতের এক অভিনেত্রীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির স্থানীয় একটি আদালত।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) মুম্বাইয়ের নগর দায়রা আদালত মডেল-অভিনেত্রী প্রীতি জৈনকে এই সাজা দিয়েছেন। পাশাপাশি তাকে ১০ হাজার রুপি অর্থদণ্ডও করেছেন আদালত।

প্রীতির সহযোগী নরেশ পরদেশি ও শিবরাম দাস দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকেও কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে। আর বাকি দুই আসামী দোষী প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তবে এ রায়ের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে প্রীতি আপিল করবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

২০০৪ সালে প্রীতি মধুর ভাণ্ডারকরের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল, সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ দেয়ার কথা বলে ১৯৯৯ সাল থেকে প্রীতির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন মধুর। ২০০৪ সাল পর্যন্ত  মধু তাকে মোট ১৬ বার ধর্ষণ করেন।

পরে সুপ্রিম কোর্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মধুরকে বেকসুর খালাস দেন। এরপর মধুরকে খুন করার জন্য ৭৫ হাজার রুপিতে একজন পেশাদার খুনি ভাড়া করেন প্রীতি। আর এজন্য ২০০৫ সালে গ্রেপ্তার হন প্রীতি জৈন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/শান্ত/মারুফ   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়