ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে শিশুর রহস্যজনক মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে শিশুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় মরিয়ম নামে সাত বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মরিয়মকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরিয়মের মামা সোহাগ ঢামেকে সংবাদিকদের জানান, বেলা ১২টার দিকে বাসায় থাকা তেলাপোকা মারার বিষ খেয়ে ফেলে। এ সময় বাসায় কেউ ছিলেন না। পরে খবর পেয়ে তিনি বাসায় গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বিকেলে সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়মের পরিবারের ধারণা, কোনো খাবার মনে করে সে তেলাপোকার বিষ খেয়ে ফেলেছিল।  

মরিয়ম বরিশাল সদর উপজেলার পাতারহাট গ্রামের মানিক-লাইজু দম্পতির সন্তান। মোহাম্মদপুর বছিলা রোড লাউতলা বাজারে একটি বাসায় নানী হাজেরা বেগমের সঙ্গে সে থাকত।

জানা গেছে, বছর দুয়েক আগে মরিয়মের বাবা তাদের ছেড়ে চলে যান। গত দুই মাস আগে মা লাইজুও একমাত্র মেয়েকে ফেলে অন্যত্র চলে যান। ফলে মরিয়ম নানীর কাছেই থাকত। ঘটনার সময় নানী হাজেরা বেগমও বাসায় ছিলেন না।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর/২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়