ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গ্রন্থমেলায় ১৯তম দিনে ১১৫টি নতুন বই

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় ১৯তম দিনে ১১৫টি নতুন বই

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় রোববার ১৯তম দিনে ১১৫টি নতুন বই এসেছে, যার মধ্যে ৪৭টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এর মধ্যে উপন্যাস ১৮টি, গল্প ১২টি, প্রবন্ধ ২টি, কবিতা ৪৩টি, গবেষণা গ্রন্থ ৪টি, ছড়া বই ৯টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ৪টি, রাচনাবলী একটি, মুক্তিযুদ্ধবিষয়ক বই ২টি, ভ্রমণবিষয়ক গ্রন্থ ২টি, ইতিহাসবিষয়ক বই ২টি, অনুবাদ গ্রন্থ ৩টি, অন্যান্য বই ৯টি রয়েছে।

গ্রন্থমেলায় দিনের কার্যসূচি অনুযায়ী বিকেল ৪টায় মূল মঞ্চে যোগীন্দ্রনাথ সরকারের সার্ধশত জন্মবার্ষিকী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আব্দুল মোমেন বলেন, যোগীন্দ্রনাথ সরকার শিশুসাহিত্যে অলঙ্করণ, সজ্জা এবং মুদ্রণে নতুন মাত্রা এনে দিয়েছিলেন।

গ্রন্থমেলার ২০তম দিনের অনুষ্ঠানসূচি : গ্রন্থমেলার ২০তম দিনে বিকেল ৪টায় মূল মঞ্চে উন্নতমানের শিক্ষা সামাজিক অগ্রগতির চাবিকাঠি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন মনজুর আহমেদ। এতে অংশ নেবেন আব্দুল মান্নান, হারুন-অর-রশিদ এবং রাশেদা কে. চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সন্ধ্যায় প্রতিদিনের মতো অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

একুশে ফেব্রুয়ারির কর্মসূচি : সোমবার দিবাগত রাত  সাড়ে ১২টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। মেলার মূল মঞ্চে সকাল সাড়ে ৭টায় স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মোহাম্মদ সাদিক। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সূচনা সঙ্গীত ও ধর্মীয় বহুত্ববাদ : বাঙালির গৌরবময় উত্তরাধিকার শীর্ষক অমর একুশে বক্তৃতা অনুষ্ঠান। বক্তব্য রাখবেন আবদুল মমিন চৌধুরী। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি  ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়