ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বইমেলায় আত্মজৈবনিক রচনা ‘আমার ছেলেবেলা’

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলায় আত্মজৈবনিক রচনা ‘আমার ছেলেবেলা’

অমর একুশে বইমেলায় (২০২৪) প্রকাশিত হয়েছে কবি হাসানআল আব্দুল্লাহ’র আত্মজৈবনিক রচনা ‘আমার ছেলেবেলা’। গ্রন্থটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।

হাসানআল আব্দুল্লাহ বাংলার ভূমিজ এক নতুন শক্তি। একজন দৃঢ় প্রতিজ্ঞ চাষী যেমন পাথর ও আগাছা অগ্রাহ্য করে বলদের লেজ মুচড়ে  লাঙল চালান, আব্দুল্লাহ’র কলম তেমনি অপ্রতিরোধ্য কখনো বন্ধুর, কখনো সমতল, কিন্তু সর্বদাই গতিময়, দুর্বার, প্রবল শক্তির দ্বারা চালিত। তিনি লিখেছেন যা সম্ভবত এ যুগের দীর্ঘতম কাব্য; তাঁর ‘নক্ষত্র ও মানুষের  প্রচ্ছদ’ মহাকাব্যের পৃষ্ঠা সংখ্যা ৩০৪। মহাকবি হবোই-এমন প্রতিজ্ঞা নিয়ে বাংলা সাহিত্যে মধুসূদনের সার্ধশতাব্দী পরে হাসানআল আব্দুল্লাহর অবতরণ। মহাকবি দান্তে, মহাকবি  মিল্টনের সচেতন অনুগামী যেমন ছিলেন মাইকেল, তেমনই আমাদের কালে হাসানআল আব্দুল্লাহ। এবার তাঁর ছেলেবেলার গল্প নিয়ে রচিত হয়েছে গ্রন্থ ‘আমার ছেলেবেলা’।

আমার ছেলেবেলা
লেখক: হাসানআল আব্দুল্লাহ
প্রকাশনা: অনন্যা প্রকাশনী
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৪
পৃষ্ঠা: ১১৮

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়