ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বইমেলায় এলো ‘সাঈফিজম’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় এলো ‘সাঈফিজম’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২৪) প্রকাশিত হয়েছে কবি সাঈফ ইবনে রফিকের কাব্যগ্রন্থ ‘সাঈফিজম‌’।

বাংলা কবিতায় দর্শন, আধ্যাত্মবাদ ও সমকালীন পৃথিবীর বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের সংমিশ্রণে ‘সাঈফিজম’ হয়ে উঠবে সাহিত্যপ্রেমীদের এক নতুন দরজা, এমনই প্রত্যাশা বইয়ের প্রকাশক জাহিদুল ইসলামের।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শিলালিপি প্রকাশনীর স্টল নম্বর ৫৭২-এ পাওয়া যাচ্ছে বইটি।

কবি সাঈফ ইবনে রফিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘সাঈফিজম‌’। ৮০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন আদনান অভি। পৃষ্ঠায় পৃষ্ঠায় কাব্যচিন্তার ভাঁজে ভাঁজে প্রয়োজনীয় অলঙ্করণ করেছেন রূপাই সোহাগ। বইটির দাম ৫০০ টাকা।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়