ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

বইমেলায় সালমান হাবীবের ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় সালমান হাবীবের ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’

অমর একুশে বইমেলায় ১১তম কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’ নিয়ে এসেছেন কবি ও কথাসাহিত্যিক সালমান হাবীব।

বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ বোরহান। প্রকাশ করেছে পুনশ্চ পাবলিকেশন। বইমেলায় ভূমি প্রকাশের স্টলে (৩০৬, ৩০৭) ২২০ টাকায় মিলবে ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’। রকমারি ডটকম ও বুকমার্কেও বইটির প্রি-অর্ডার চলছে।

সালমান হাবীবের প্রতিটি লেখায় কোনও না কোনও চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তিনি ইসলামি কবিতার এক নতুন ধারা তৈরি করেছেন।

তার আগের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’, ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’, ‘আল্লাহকে ভালোবাসি’, ‘মন খারাপের মন ভালো নেই’, ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’, ‘দুখ দুগুণে পাঁচ’ ও ‘কবি তার কবিতার’।

বর্তমানে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব দেখা দিয়েছে। কবিতা বলতে গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার বলে মনে করছেন অনেকে। ফলে এখন আর কেউ কবিতা পড়তে চান না। আর সেই অনীহা দূর করতে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়