খুলনায় গুলি করে ব্যবসায়ীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
খুলনার পূর্ব রূপসায় সাগর শেখ (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাশে জাপুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে তাকে হত্যা করা হয়।
নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার ফয়েক শেখের ছেলে।
রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে স্থানীয় জনৈক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯- নম্বরে ফোন করেন। পরে ৯৯৯ থেকে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।
থানার এসআই সৌরভ দাশ বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেছেন। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান শুরু হয়েছে। বিষয়টি তদন্তাধীন। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ