ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ফের সন্ত্রাসীদের গুলি, শিপইয়ার্ডের কর্মচারী আহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:৩৬, ১ ডিসেম্বর ২০২৫
খুলনায় ফের সন্ত্রাসীদের গুলি, শিপইয়ার্ডের কর্মচারী আহত

সম্রাট কাজী

খুলনায় সাড়ে ৮ ঘণ্টার ব্যবধানে ফের এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর জিন্নাহপাড়া এলাকায় সম্রাট কাজী নামে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার হাতে লেগেছে। সম্রাট খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন।

আরো পড়ুন: নিহত ২ জন সন্ত্রাসী পলাশ ও কালা লাভলু বাহিনীর সদস্য: পুলিশ

আরো পড়ুন:

সোমবার (১ ডিসেম্বর) সকালে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাত স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন সম্রাট। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার হাতে লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিপইয়ার্ডে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সম্রাটকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। 

আরো পড়ুন: খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা

এর আগে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে খুলনার আদালত পাড়ায় সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে রাজন ও হাসিব নামে দুই যুবককে। এ সময় রুম্মান (৩০) নামে তাদের এক সহযোগী আহত হন। তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।

নিহত রাজন ও হাসিব সন্ত্রাসী পলাশ ও কালা লাভলু বাহিনীর সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ছিল। সেই মামলায় হাজিরা দিতে তারা আদালতে যান। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়