ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫
খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি

গুলিবিদ্ধ অনিক।

খুলনা মহানগরীর রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে এক সন্ত্রাসী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গুলি করা হয়। 

আহত যুবকের নাম অনিক। তিনি নগরীর কালীবাড়ী এলাকার মন্টু দাশের ছেলে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে পুলিশ একটি পিস্তল, গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করেছে। 

খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘সন্ধ্যা ৭টা দিকে রেজিস্ট্রি অফিসের সামনে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে অনিককে লক্ষ্য করে গুলি চালায়।’’  

তিনি আরো বলেন, ‘‘গুলিবিদ্ধ হয়ে অনিক রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসে। তখন হামলাকারী হাতের অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।’’ 

ঢাকা/নুরুজ্জামান/বকুল  

সর্বশেষ

পাঠকপ্রিয়