ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় দুইদিনে উদ্ধার ৪ মরদেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৫
খুলনায় দুইদিনে উদ্ধার ৪ মরদেহ

খুলনায় গত দুইদিনে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মহনগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়। 

পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্লাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, “স্টেশনের প্লাটফর্ম থেকে যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন। ওই যুবক কীভাবে মারা গেছেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। 

গতকাল সোমবার রাত ৯টার দিকে রূপসার জাবুসার চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, “৯৯৯ থেকে ফোন পেয়ে অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ করা হয়। ধারণা করা হচ্ছে, তিন থেকে পাঁচ দিন ধরে মৃত ব্যক্তি পানিতে ছিল। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে।”

একইদিন সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে পুলিশ আরো একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৮০ বছর। খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে সড়কের পাশে ওই বৃদ্ধ পড়েছিলেন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছেন এলাকাবাসী। 

অপরদিকে, বটিয়াঘাটায় নিজ বাড়ির পুকুরে পড়ে জোসনা কুন্ডু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জোসনা কুন্ডু উপজেলার কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিত কুন্ডুর স্ত্রী।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “জোসনা কুন্ডু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত রবিবার রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনের একটি পুকুরে থালাবাটি পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। অসুস্থতার কারণে পুকুরে পড়ে যান।” 

তিনি আরো বলেন, “পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি। শেষে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়