খুলনায় সোহেল হত্যার দায় স্বীকার করলেন আসাদুল
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনার রূপসায় সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি আসাদুল খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সোহেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) রাতে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকা থেকে রূপসা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকায় গত ৬ নভেম্বর সোহেলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম বলেছেন, সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি বি-কোম্পানির সদস্য ও মাদক ব্যবসায়ী আসাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সোহেল হত্যার দায় স্বীকার করেছে আসাদুল। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকা/নূরুজ্জামান/রফিক