ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় যুবককে অপহরণ: ৩ জন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৭ অক্টোবর ২০২৫  
খুলনায় যুবককে অপহরণ: ৩ জন গ্রেপ্তার 

অপহরণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

খুলনায় মুস্তাসিম বিল্লাহকে (২৫) অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবির মামলায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকা থেকে খুলনা সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহমদ গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন, নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার শেখ ওমর আলীর ছেলে ফেরদাউস (৩০), বি কে রায় রোড এলাকার হাবিবুর রহমান আকনের ছেলে রমজান আকন (২৮) এবং কৃষ্ণনগর এলাকার আমিরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪)।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অপহরণের মামলা দায়েরের পর সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরো ৫-৬ জন জড়িত বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছেন। 

তিনি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ রয়েছে। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে। 

কেএমপির মিডিয়া সেলের সূত্র জানায়, গত ৩ অক্টোবর মুস্তাসিম বিল্লাহকে (২৪) খুলনা নগরীর সাতরাস্তার মোড়স্থ গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে অপহরণ করে। অপহরণকারীরা তাকে হত্যার ভয় দেখিয়ে নগদ ২৪ হাজার টাকা ও পাইওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার হাতিয়ে নেয়। আরো ৫ লাখ টাকা দাবি করে। মুস্তাসিম টাকা দিতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে নিরূপায় হয়ে তিনি দাবিকৃত টাকা দিতে সম্মত হলে তাকে মুক্তি দেয় অপহরণকারীরা। 

এ ঘটনায় মুস্তাসিম বিল্লাহ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।  
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়