ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:৫৯, ৯ নভেম্বর ২০২৫
খুলনায় সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

খুলনা মহানগরীতে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে তাদের ওপর হামলা হয়। 

আহতরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

হামলার ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বিএফইউজে খুলনা ইউনিটের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দুই সংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও খুলনা প্রেস ক্লাব যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেছে।

আহত সাংবাদিক এহতেশামুল হক শাওন বলেন, “একটি নিউজের বক্তব্য নেওয়ার জন্য ০১৭১১-৮৯৩৩০৯ নম্বরে কল করা হয়। ফোন রিসিভ করে কথা বলার সময় অপর প্রান্তে থাকা ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে শান্ত হলে আমি বলি, আপনি কোথায় আছেন। তিনি বলেন, আমি শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আছি। তখন আমি (শাওন) বলি, সামনা সামনি কথা বললে ভুল বোঝাবুঝির অবসান হবে। তখন তিনি (জনৈক বিপ্লব আবির) বলেন, আসেন আমি এখানে আছি। আসেন এক সাথে চা খাব। আমি আর আমার দেশ-এর স্টাফ রিপোর্টার মনি মোটরসাইকেলে সেখানে যাই।” 

তিনি বলেন, “সেখানে গিয়ে দেখি, ৭-৮ জন অপেক্ষা করছেন। কথা বলার এক পর্যায়ে ব্যুরো চীফ কে জানতে চাই, তখন আমি এগিয়ে যাই, সাথে সাথে তারা আমার ওপরে হামলা করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। আমি দৌঁড়ে পাশ্ববর্তী টাইগার গার্ডেনে গিয়ে আশ্রয় নেই। আর মনিকে তারা মারতে মারতে মাটিতে ফেলে পাড়াতে থাকে। আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়।”

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আটক করা হবে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়