ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:৩৪, ১ অক্টোবর ২০২৫
খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

তানভির হাসান শুভ

খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে তানভির হাসান শুভ (২৮) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ-সংলগ্ন বাড়িতে জানালা খুলে তাকে গুলি করা হয়। 

শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে। তিনি আন্তর্জাতিক বিপণন প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে কর্মরত ছিলেন। শুভ চাকরি ছেড়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তার বাবা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, শুভ কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলির শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় শুভকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলাকালে সকাল সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালেই মারা যান। বর্তমানে লাশ খুমেক হাসপাতালের মর্গে আছে। পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, তানভির হাসান শুভ মা ও ছোট ভাইসহ নিজ বাসায় একই রুমে ঘুমিয়ে ছিলেন। জানালার থাই গ্লাস খুলে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় দু‌টি ও বাম হা‌তে এক‌টি গু‌লি লা‌গে। দ্রুত তার স্বজনরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চি‌কিৎসাধীন অবস্হায় সকালে তিনি মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়