ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৩২, ১৬ নভেম্বর ২০২৫
খুলনায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনা নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে তাকে হত্যা করা হয়।

নিহত আলাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে। তিনি ফেরি করে ডিম বিক্রি করতেন। পাশাপাশি এলাকায় জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। 

আরো পড়ুন:

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন হাওলাদার হত্যার তথ্য জানান। মাদক সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন। 

নিহত আলাউদ্দিনের বোন আফিদা খানম বলেন, ‘‘আমার ভাই মাদক মামলায় কারাগারে ছিল। ১০ দিন আগে বের হয়েছে। তবে কী কারণে কারা তাকে খুন করেছে, এখন আমরা তা বলতে পারছি না।’’ 

কেএমপি’র উপ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, আলাউদ্দিনকে হত্যার পিছনে পূর্বের কোনো শত্রুতা থাকতে পারে। তদন্ত চলছে। 

লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়