গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় মামলা
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় মামলা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের নিশ্চিন্তপুর পাহাড়ে গ্রায় আধাঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় উভয়পক্ষ মোট ৩৪ রাউন্ড গুলি ছোড়ে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে একদল গাছচোর নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুনগাছ কাটছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিনের নেতৃত্বে তিন বনরক্ষী সেখানে যান। গাছচোরেরা তাদের ধাওয়া করে। এ সময় আত্মরক্ষার্থে বনরক্ষীরা গুলি ছোড়েন। পাল্টা গুলি চালায় গাছচোরেরাও।
কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক জানান, গুলিবিনিময়ের সময় বনরক্ষীরা ১৪ রাউন্ড এবং গাছচোরেরা ২০ রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে বনরক্ষীরা পিছু হটেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে গাছচোরেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২ টুকরা সেগুন, ৮ টুকরা আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির মোট ৫৭ টুকরা কাঠ জব্দ করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, “মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিনকে।”
ঢাকা/মামুন/মাসুদ