ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি পরিবেশ বজায় রাখতে মাঠ প্রশাসনে ইসির চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৫২, ১৫ ডিসেম্বর ২০২৫
নির্বাচনি পরিবেশ বজায় রাখতে মাঠ প্রশাসনে ইসির চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব সময়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

আরো পড়ুন:

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের তফসিল গত ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী নির্ধারিত শর্ত প্রতিপালন সাপেক্ষে ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানো যাবে।

চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, উল্লিখিত সময়সীমার বাইরে কোনো ধরনের কর্মকাণ্ডে যেন নির্বাচনি পরিবেশ বিঘ্নিত না হয়। আচরণ বিধিমালার শর্ত মেনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, ধর্মীয়, সামাজিক ও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের পূর্বানুমতি বা সম্মতি গ্রহণ করা বাধ্যতামূলক।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়