ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না: সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫৯, ১৫ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সিইসি

আরো পড়ুন:

বলেছেন, “মাঝে মাঝে দুই-একটা খুনখারাবি হয়। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এটি বাংলাদেশে নতুন নয়। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইসি সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচনে যাবে ইসি। দুশ্চিন্তা করা যাবে না।”

২০২৪ সালের তুলনায় দেশের বর্তমান পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। 

তিনি বলেন, “তখন মানুষ ঘুমাতে পারত না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।”

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়