নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেছেন, ইলেকশন হবে, ইনশাআল্লাহ। কোনো শঙ্কার কারণ নেই। সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, তরুণরা সাহস, শক্তি ও সৃজনশীলতার প্রতীক। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি তরুণদের ভোট দেওয়ার পাশাপাশি অন্যদের ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
এ এম এম নাসির উদ্দিন বলেন, এবারের নির্বাচন নানা কারণে ঐতিহাসিক। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। একইভাবে ভোটদানের সুযোগ পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা, যারা আগে ভোট দিতে পারতেন না। এছাড়া, কারাবন্দি ভোটার এবং নিজ নিজ নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তাদের জন্যও ভোটের ব্যবস্থা করা হয়েছে।
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন বড় চ্যালেঞ্জ, উল্লেখ করে সিইসি বলেন, এই সাহসী উদ্যোগ সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ইলেকশন কমিশন একা কিছু করতে পারে না, সবার সহযোগিতাতেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব।
নির্বাচন নিয়ে আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। যত দুশ্চিন্তাই থাকুক, সেগুলো ঝেড়ে ফেলে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে। নির্বাচন এলেই কিছু ঘটনা ঘটে। তবে, বর্তমানে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে, যা পরিস্থিতির উন্নতির প্রমাণ।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়েই একটি শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, এ ব্যাপারে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা আমরা অবশ্যই রক্ষা করব। সবার অংশগ্রহণেই দেশবাসী একটি সুন্দর নির্বাচন দেখতে পাবে।
ঢাকা/এএএম/রফিক