ডোবায় পড়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নেত্রকোণার কলমাকান্দায় বাড়ির পাশের ডোবায় পড়ে ত্বহা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে মারা যায় সে। ত্বহা একই গ্রামের আওলাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ত্বহার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। অনেক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে তারা ডোবার পানিতে ত্বহাকে ভাসতে দেখেন। উদ্ধারের পর শিশুটিকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ডা. সুমন পাল ত্বহাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, “পুলিশ সদস্যদের হাসপাতালে ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/ইবাদ/মাসুদ