ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাস্তায় পড়ে যাওয়া ব্যাগে মিলল ৪টি বিদেশি পিস্তল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৫ ডিসেম্বর ২০২৫  
রাস্তায় পড়ে যাওয়া ব্যাগে মিলল ৪টি বিদেশি পিস্তল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তায় পড়ে যাওয়া একটি ব্যাগ থেকে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় দুজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে পড়ে যাওয়া ব্যাগে এসব আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আরো পড়ুন:

এদিন দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার পর থেকে ৫৩ বিজিবির অধীনস্থ প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে টহল বৃদ্ধি করা হয়। এ সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পথে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে বেশকিছু পরিমাণ অস্ত্র প্রবেশ করছে। এর পরিপ্রেক্ষিতে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বাংলাদেশের আনুমানিক ১ কিলোমিটার অভ্যন্তরে বিজিবি একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় দুজন মোটরসাইকেল আরোহীকে থামার জন্য বলা হলে তারা দ্রুত গতিতে পালিয়ে যায়। পালানোর সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র ভারত থেকে এসেছে। পরে এগুলো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির কাজে ব্যবহৃত হতো। বিজিবি সব সময় চোরাচালান রোধে সংকল্পবদ্ধ।

ঢাকা/শিয়াম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়